বাগেরহাটে পুলিশের এসআইকে কুপিয়ে চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলার ০২ জনকে অস্ত্রসহ গ্রেফতার।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ২০ মার্চ ২০২২ তারিখ রাত ০৮.০০ ঘটিকার সময় বাগেরহাট জেলার কচুয়া থানায় কর্মরত এসআই রবিউল ইসলাম, বাগেরহাট জেলার কচুয়া থানাধীন সম্মানকাঠি এলাকায় মাদক উদ্ধার অভিযান ও গ্রেফতারী পরোয়ানা তামিল অভিযানে যান। অভিযান পরিচালনা কালীন মেহেদী হাসান@জুয়েল নামের এক ব্যক্তির দেহ তল্লাশী করার সময় দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে জুয়েল পুনরায় অজ্ঞাতনামা ৪/৫ জনসহ ধারালো অস্ত্র রামদা নিয়ে ঘটনাস্থলে ফিরে এসে কর্তব্যরত এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলামকে কুপিয়ে হাতে ও পায়ে গুরতর ভাবে জখম করে। এ ঘটনায় বাগেরহাট জেলার কচুয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয় এবং জনমনে চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার বিষয়ে র্যাব-৬ এর একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
https://youtu.be/nfVYxM63xnE
এরই ধারাবাহিকতায় অদ্য ২৪ মার্চ ২০২২ তারিখ রাত ০১.৫০ ঘটিকার সময় র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পিরোজপুর জেলার সদর থানাধীন কলাখালি এলাকায় উক্ত হত্যাচেষ্টার সাথে জড়িত আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি উক্ত স্থানে অভিযান পরিচালনা করে প্রধান আসামী ১। মোঃ মেহেদী হাসান @ জুয়েল(২৭), পিতা-মৃত ইতরুপ শেখ, সাং-সম্মানকাঠি, থানা-কচুয়া, জেলা-বাগেরহাট সহ অপর সহযোগী আসামী ২। মোঃ রুবেল মোল্লা(২৮) পিতা-মোঃ মহসিন মোল্লা, মাতা-আছিয়া বেগম, সাং-চরসোনাকুর (খেয়াঘাট পাড়া মোল্লাবাড়ী), থানা-কচুয়া, জেলা-বাগেরহাটদ্বয়কে গ্রেফতার করে। এসময় আসামীদের নিকট হতে ০১টি বিদেশী পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ০৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।