মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদরাসা ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনিছুর রহমান নামের এক স্কুল শিক্ষার্থীকে ০১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
আনিছুর রহমান উপজেলার চান্ডালগাঁতী গ্রামের ইয়াকুব আলীর ছেলে ও চয়ড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। বুধবার (২৩ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন এ দন্ডাদেশ দেন।
জানা যায় উপজেলার চয়ড়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র আনিছুর রহমান উল্লাপাড়া মাদ্রাসার এই ছাত্রীকে বেশ কিছু দিন হলো উত্ত্যক্ত করে আসছিল। স্থানীয় বাসিন্দারা ছেলেটিকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। নিরুপায় হয়ে বুধবার ২৩ মার্চ বিকেলে স্থানীয লোকজন আনিছুরকে আটক করে এবং ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক বছরের কারাদন্ডাদেশ দেয়া হয়।
এদিকে চয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান দন্ডপ্রাপ্ত আনিছুর রহমান আমার বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।