মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
আজ ২৪/০৩/ ২০২২ খ্রিঃ কারিতাস বাংলাদেশ ভালোবাসা ও সেবায় ৫০ বছরের পথ চলা, উপজেলা পর্যায়ে জোন ভিত্তিক ( হালুয়াঘাট, ধোবাউড়া, পূর্বধলা, ফুলপুর ও তারাকান্দা উপজেলা-জোনঃ ২) কারিতাস বাংলাদেশের ৫০ বছরের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্তিত মাননীয় জাতীয়
সাংসদ সদস্য-১৪৬, ময়মনসিহ-১, (হালুয়াঘাট- ধোবাউড়া) জনাব জুয়েল আরেং, বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন হালুয়াঘাট পৌরসভা মেয়র জনাব মোঃ খায়রুল আলম ভূঞা, হালুয়াঘাট থানা অফিসার জনাব মোঃ শাহিনুজ্জামান খান, কারিতাস জোনের কর্মকর্তা- কর্মচারী সহ অন্যান নেত্রী বৃন্দ উপস্থিতি ছিলেন এবং বিভিন্ন কার্যক্রম শুভ উদ্ভোদন করেন।