মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী চাঁদপুর, জেলা– প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে গৃহবধূ প্রবাসীর স্ত্রী রিমি আক্তার ( ২০) কে পরকিয়ায় বাঁধা দেওয়ায় আত্মহত্যা করেছে। আত্মহত্যার খবর পেয়ে থানার এসআই বরকত উল্ল্যা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ২৩ মাচ’ বুধবার দুপুরে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের হনি’ দূগা’পুর এলাকার বড় বাড়ির প্রবাসী সাদ্দাম হোসেনের স্ত্রী এক কন্যা সন্তানের জননী রিমি আক্তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে আত্মহত্যা করেছে। রিমি একেই বাড়ির মোক্তার হোসেনের মেয়ে, গত ৬ বছর পূর্বে রিমির একেই বাড়ির সাদ্দাম হোসেনের সঙ্গে বিয়ে হয়।
কি কারনে রিমি আত্মহত্যা করেছে জানতে চাইলে স্থানীয় লোকজন জানান, রিমি মোবাইলে বিভিন্ন ছেলেদের সাথে কথা বলতো এবং পরকিয়ায়ও আসক্ত ছিল এ নিয়ে তার স্বামী তাকে বকা- ঝকা করলে সে আত্মহত্যা করে। গৃহবধূর আত্মহত্যার বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচাজ’ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে আমরা মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে এবং পোস্টমর্টেম এর জন্য চাদপুর প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান আত্মহত্যার ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রস্তুতি চলছে।