ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বেপরোয়া অটো রিক্সার ধাক্কায় ফাহিম ইসলাম নামের ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দূর্ঘটনাটি ঘটেছে উপজেলার চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আড়াজি পাইকডাঙ্গা গ্রামে। মৃত ফাহিম ওই গ্রামের আল আমিন হোসেনের ছেলে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর দেড়টার দিকে বাবুর হাট থেকে ছেড়ে আসা দ্রুত গতি সম্পন্ন একটি অটো রিক্সা রাস্তা পারা পারের সময় শিশু ফাহিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে অবস্থান করছি। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান আমি বর্তমানে রংপুরে আছি। তবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।