স্বীকৃতি বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ
আজ সকাল সাড়ে এগারোটায় ঝিকরগাছা থানাধীন শিমুলিয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী মেয়ে শাহিদার হাতে চাকরির নিয়োগ প্রত্র তুলে দেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সম্মানিত সভানেত্রী জীশান মীর্জা।
পুনাক সভানেত্রী আজ সকালে পুনাকের অন্যান্য সদস্যদের নিয়ে শিমুলিয়া গ্রামের দু-পা ও এক হাত বিহীন মাস্টার্স শেষ করা জীবন যুদ্ধে অদম্য সাহসী শারীরিক প্রতিবন্ধী শাহিদার স্কুলে হাজির হন। তিনি সঙ্গে করে নিয়ে যান শাহিদার জন্য আকিজ গ্রুপে এক্সিকিউটিভ অফিসার পদে চাকরির নিয়োগ পত্র আর তার প্রতিবন্ধী স্কুলের সকল শিক্ষার্থীদের জন্য উপহার সরূপ নতুন পোষাক ও বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী।
পুনাক সভানেত্রী বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথেই চলছি। তিনি বলেন বিশেষ করে আমি দায়িত্বভার গ্রহণের পর থেকেই চেষ্টা করে চলেছি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় গত নভেম্বরের শেষ দিকে জাগো নিউজ-২৪ অনলাইন পোর্টালের মাধ্যমে শাহিদা সম্পর্কে জানতে পাই। তারপর থেকেই খুঁজতে থাকি শাহিদাকে এবং অবশেষে তার সন্ধান পেয়ে যাই। আমি জানুয়ারি মাসে প্রথমে শাহিদার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করি এবং তার ইচ্ছা সম্পর্কে জানতে পারি।
আমি তার সম্পর্কে খোঁজ নিয়ে জানতে পারি শাহিদা হলো সেই অদম্য সাহসী মানুষ যে কিনা সকল প্রতিবন্ধকতাকে পিছে ঠেলে প্রতিনিয়ত সমাজে আলো ছড়াচ্ছে। সে নিজে প্রতিবন্ধী হয়েও মাস্টার্স শেষ করেছে একই সাথে সে হস্তশিল্পেও সমান পারদর্শী। তিনি বলেন, সে শুধু নিজের জন্য না সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধীদের জন্য চালাচ্ছে প্রতিবন্ধী স্কুল। তার এই অদম্য সাহসিকতা ও চিন্তাধারা আমাকে অনুপ্রাণিত করেছে, আমি পুনাকের পক্ষ হতে শাহিদাকে জানায় সালাম।
তিনি শাহিদা সম্পর্কে সন্ধান দেওয়ার জন্য যশোরের সম্মানিত পুলিশ সুপার কে আন্তরিক ধন্যবাদ জানান।
পরিশেষে তিনি আকিজ গ্রুপকে শাহিদার জন্য এতো সুন্দর চাকরির ব্যবস্থা করে দেয়ার জন্য ধন্যবান দেন এবং এ ধরনের মানবিক সহযোগিতা আগামী দিন গুলোতে অব্যাহত রাখার অনুরোধ জানান।
শাহিদা বলেন, চাকুরি না পেয়ে আমি হতাশ ছিলাম কিন্তু বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী আমাকে চাকুরি সুব্যবস্থা করেছেন। এখন আমি অনেক খুশি কারণ আমার বাবা-মা কে সাহায্য করতে পারবো।
শাহিদার বাবা-মা মেয়ের চাকরিতে অনেক খুশি এবং তারা পুনাক সভানেত্রীর জন্য দোয়া করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় পুনাক সভানেত্রী ডা: ফাতিমা জেসমিন, জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, আকিজ গ্রুপের হেড অব এডমিন আলী সাহাব সহ খুলনা বিভাগীয় পুনাক সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।