ওবায়দুর রহমান, উপজেলা প্রতিনিধি, গৌরীপুর, ময়মনসিংহ।
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১৬-২৩ মার্চ পর্যন্ত ‘মুক্তির উৎসব ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মেলা-২০২২’ এর সমাপনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার (২৩ মার্চ) সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ এর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহিদুল হক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম প্রমুখ। পরে মেলায় বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।