মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
চাঁদপুর জেলা– প্রতিনিধি
কুমিল্ল বোর্ডের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ থেকে কানিজ ফাতেমা নিহা এবার এইচ এসসি পরীক্ষায় বিঞ্জান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।তাঁর রোল নং-১৬১০৫৮এ ফলাফলের জন্য নিহা তার সকল শিক্ষকদের কাছে কৃতঞ্জতা প্রকাশ করেছে।এভাবে ভাল ফলাফল করে সে তার মায়ের স্বপ্ন পূরন করতে সকলের কাছে দোয়া কামনা। কানিজ ফাতেমা নিহার মা নূর জাহান বেগম গত ২০২১ সালের ১৪ জুলাই করোনায় আক্রান্ত হয়ে ঢাকা রাসমনো স্পেশালিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় আইসিউতে ইন্তেকাল করেন। তার মায়ের স্বপ্ন ছিল নিহা যেন ভাল ফলাফল করে। কানিজ ফাতেমা নিহার পিতা সাংবাদিক মোঃ হাবিবুর রহমান খান। নিহা সকলের নিকট দোয়া প্রার্থী।