বাংলাদেশ ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
মে দিবসের এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। পঞ্চগড়ে ভারত থেকে আসা বিলুপ্ত প্রজাতির মদনটাক পাখি উদ্ধার শিকল অবমুক্তের সময় ৭ সাংবাদিকের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা, প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ কুবি ধনবাড়ীতে মাটিবাহী ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে নিহত ২ পটুয়াখালীতে ১৬ বছরেও সেনাপল্লীর প্লট বরাদ্দ বুঝে পায়ইনি ৪৬৭ জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি যড়যন্ত্র করে সফল হতে পারবে না- এমপি হিরো নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩ পাথরঘাটায় ৩ দিন ধরে মাদরাসা ছাত্র নিখোঁজ প্রজাতন্ত্রের অন্যান্য বিভাগের ন্যায় শিক্ষা বিভাগে কর্মরত শিক্ষক ও কর্মচারীদের ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধার মধ্যে সমতা থাকা বাঞ্ছনীয় কুবিতে প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করলো তিন শিক্ষক হত্যা মামলার ১২ আসামিকে গ্রেপ্তার করল র‌্যাব। সুরমা টাওয়ার থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার! শাহ পরান এলাকায় একজন মুয়াজ্জিনের আত্মহত্যা

পি‌রোজপু‌রে প্রা‌নিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ সম্পন্ন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
  • ১৫৯৭ বার পড়া হয়েছে

পি‌রোজপু‌রে প্রা‌নিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী-২০২৪  সম্পন্ন

 

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি :   

প্রা‌ণিসম্প‌দে ভর‌বো দেশ, গর‌বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ‌্য বিষয়কে শ্লোগানে নি‌য়ে পি‌রোজপু‌র জেলায় সম্পন্ন হ‌য়ে‌ছে প্রা‌ণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ ইং।

১৮ এ‌প্রিল বৃহষ্প‌তিবার সকাল ৯ ঘ‌টিকায় প্রা‌ণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল‌ডি‌ডি‌পি ) এর সহ‌যো‌গিতায়, প্রা‌ণিসম্পদ অ‌ধিদপ্তর জেলার মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রা‌ণিসম্পদ দপ্তর ও ভে‌টে‌রিনা‌রি হাসপাতাল প্রাঙ্গনে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূ‌মের সভাপ‌তি‌ত্বে ও প্রেসক্লাব সভাপ‌তি মোঃ মিজানুর রহমা‌ন মিজুর সঞ্চালনায় প্রাণীসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু হয়।

উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুর আলম, প্রা‌ণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস, উপ‌জেলা সাব-‌রে‌জিস্ট্রার মোঃ পার‌ভেজ খান, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ ইউনুস আলী, উপ‌জেলা আনছার ও ভি‌ডি‌পি অ‌ফিসার মোঃ সিরাজুল ইসলাম মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকনসহ অ‌নে‌কে।

বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূম, উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিসার ডাঃ মোহাঃ নুর আলম, ডাঃ মোঃ শুভ‌বিশ্বাস, তুষখালী গ্রামের খামারী মাহবুবুল আলম সুমন, বেত‌মোর রাজপাড়া গ্রা‌মের খামারী দু‌লিয়া বেগম প্রমূখ। প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গ‌নে বি‌ভিণ্ন ক‌্যাটাগ‌রি‌তে ৩৫ টি স্টল স্হাপন করা হয় ও প্রা‌ণিসম্পদ বিভা‌গের তত্বাবধা‌নে উন্নত জা‌তের গাভী, ষাড়, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগী, কবুতর, পাখী প্রদর্শিত  হয়। তাছাড়াও গবা‌দি পশুর ভে‌টে‌রিনারী মে‌ডি‌কেল কর্নার, ক‌্যাম্প স্হাপন ও বি‌ভিন্ন ক‌্যাটাগরী‌তে পুরষ্কার দেয়া হয়।

পি‌রোজপুর ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া মূ‌ঠো‌ফো‌নে ব‌লেন, জাতীয় অনুষ্ঠা‌নের অংশ হি‌সে‌বে পি‌রোজপু‌রের সব উপ‌জেলায় প্রাণিসম্পদ উন্নয়‌নে ১৮-২২ এ‌প্রিল পর্যন্ত সেবা সপ্তাহ চল‌বে। উন্নত প্রযু‌ক্তি জনগ‌নের দোর‌গোড়ায় পৌ‌ছে দি‌তে আজ‌কের এ প্রদর্শনী। প্রা‌ণিসম্প‌দের সমস‌্যা ও চ‌্যা‌লেঞ্জ এবং সমস‌্যা সমাধা‌নের উপায় সমূহ বের কর‌তে হ‌বে। প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় অপরিহার্য খাত।

ইতিমধ্যেই এর অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সকলের জন্য নিরাপদ মানসম্পন্ন পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ খাতকে অন্যতম অগ্রাধিকার বিবেচনায় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ নেয়া, Bottom up approach এ প্রকল্প গ্রহণ, Need Based প্রকল্প গ্রহণ, সম্ভাবনা বিবেচনায় Regional project  প্রণয়ন ও বাস্তবায়ন, Value Added products তৈরি এবং  বাজার ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম, অনুষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সম্ভাব্য সকল জায়গায় প্রাণিজ পণ্যের ব্যবহার নিশ্চিতকরন কর‌তে হ‌বে।

 

 

 

 

আপলোডকারীর তথ্য

Banglar Alo News

hello

মে দিবসের এবারের প্রতিপাদ্য- ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

পি‌রোজপু‌রে প্রা‌নিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ সম্পন্ন

আপডেট সময় ০৬:৩৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

 

মঠবাড়িয়া (পি‌রোজপুর) প্রতি‌নি‌ধি :   

প্রা‌ণিসম্প‌দে ভর‌বো দেশ, গর‌বো স্মার্ট বাংলাদেশ। এই প্রতিপাদ‌্য বিষয়কে শ্লোগানে নি‌য়ে পি‌রোজপু‌র জেলায় সম্পন্ন হ‌য়ে‌ছে প্রা‌ণিসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী-২০২৪ ইং।

১৮ এ‌প্রিল বৃহষ্প‌তিবার সকাল ৯ ঘ‌টিকায় প্রা‌ণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল‌ডি‌ডি‌পি ) এর সহ‌যো‌গিতায়, প্রা‌ণিসম্পদ অ‌ধিদপ্তর জেলার মঠবা‌ড়িয়া উপ‌জেলা প্রা‌ণিসম্পদ দপ্তর ও ভে‌টে‌রিনা‌রি হাসপাতাল প্রাঙ্গনে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূ‌মের সভাপ‌তি‌ত্বে ও প্রেসক্লাব সভাপ‌তি মোঃ মিজানুর রহমা‌ন মিজুর সঞ্চালনায় প্রাণীসম্পদ সেবাসপ্তাহ ও প্রদর্শনী মেলা শুরু হয়।

উপ‌স্হিত ছি‌লেন উপ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুর আলম, প্রা‌ণিসম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডাঃ শুভ বিশ্বাস, উপ‌জেলা সাব-‌রে‌জিস্ট্রার মোঃ পার‌ভেজ খান, সহকারী প্রাথ‌মিক শিক্ষা অ‌ফিসার মোঃ ইউনুস আলী, উপ‌জেলা আনছার ও ভি‌ডি‌পি অ‌ফিসার মোঃ সিরাজুল ইসলাম মু‌ক্তি‌যোদ্ধা কমান্ডার মোঃ বাচ্চু মিয়া আকনসহ অ‌নে‌কে।

বক্তব‌্য রা‌খেন, উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আবদুল কাইয়ূম, উপ‌জেলা প্রা‌ণিসম্পদ অ‌ফিসার ডাঃ মোহাঃ নুর আলম, ডাঃ মোঃ শুভ‌বিশ্বাস, তুষখালী গ্রামের খামারী মাহবুবুল আলম সুমন, বেত‌মোর রাজপাড়া গ্রা‌মের খামারী দু‌লিয়া বেগম প্রমূখ। প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতাল প্রাঙ্গ‌নে বি‌ভিণ্ন ক‌্যাটাগ‌রি‌তে ৩৫ টি স্টল স্হাপন করা হয় ও প্রা‌ণিসম্পদ বিভা‌গের তত্বাবধা‌নে উন্নত জা‌তের গাভী, ষাড়, ছাগল, ভেড়া, ঘোড়া, হাঁস, মুরগী, কবুতর, পাখী প্রদর্শিত  হয়। তাছাড়াও গবা‌দি পশুর ভে‌টে‌রিনারী মে‌ডি‌কেল কর্নার, ক‌্যাম্প স্হাপন ও বি‌ভিন্ন ক‌্যাটাগরী‌তে পুরষ্কার দেয়া হয়।

পি‌রোজপুর ‌জেলা প্রা‌ণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রানা মিয়া মূ‌ঠো‌ফো‌নে ব‌লেন, জাতীয় অনুষ্ঠা‌নের অংশ হি‌সে‌বে পি‌রোজপু‌রের সব উপ‌জেলায় প্রাণিসম্পদ উন্নয়‌নে ১৮-২২ এ‌প্রিল পর্যন্ত সেবা সপ্তাহ চল‌বে। উন্নত প্রযু‌ক্তি জনগ‌নের দোর‌গোড়ায় পৌ‌ছে দি‌তে আজ‌কের এ প্রদর্শনী। প্রা‌ণিসম্প‌দের সমস‌্যা ও চ‌্যা‌লেঞ্জ এবং সমস‌্যা সমাধা‌নের উপায় সমূহ বের কর‌তে হ‌বে। প্রাণিসম্পদ একটি সম্ভাবনাময় অপরিহার্য খাত।

ইতিমধ্যেই এর অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। সকলের জন্য নিরাপদ মানসম্পন্ন পর্যাপ্ত প্রাণিজ প্রোটিন নিশ্চিত করার লক্ষ্যে প্রাণিসম্পদ খাতকে অন্যতম অগ্রাধিকার বিবেচনায় সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগ নেয়া, Bottom up approach এ প্রকল্প গ্রহণ, Need Based প্রকল্প গ্রহণ, সম্ভাবনা বিবেচনায় Regional project  প্রণয়ন ও বাস্তবায়ন, Value Added products তৈরি এবং  বাজার ব্যবস্থার উন্নয়ন ও বিভিন্ন সভা সেমিনার সিম্পোজিয়াম, অনুষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ সম্ভাব্য সকল জায়গায় প্রাণিজ পণ্যের ব্যবহার নিশ্চিতকরন কর‌তে হ‌বে।