হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন। উরফা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান নূরে আলম ভূট্টো বলেন, তার এলাকায় অভিযোগ পেয়ে গ্রাম পুলিশদের নিয়ে রুবেল নামে এক চুরকে ধরে এনে নকলা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরদিন জামিনে মুক্ত করে আওয়ামী লীগ নেতারা। পরে ইউনিয়ন আওয়ামী লীগ দলীয় ব্যানারে সংবাদ সম্মেলন করে।
বর্তমান চেয়ারম্যান এর বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাদের নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করে। এর প্রতিবাদে পালটা সংবাদ সম্মেলন করেছে নূরে আলম তালুকদার ভূট্টো। নূরে আলম তালুকদার ভূট্টো সংবাদ সম্মেলনে বলেন, আমি কোন নেতাকে নির্যাতন করেনি, চুরকে ধরে থানায় দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে মানহানীকর উক্তি করে এবং সামাজিক ভাবে আমার পরিবারকে হেয় করে প্রচার করার কারণে আমি সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টদের নিকট সঠিক বিচার দাবী করি।
এ ঘটনায় সংবাদ কর্মীদের মাধ্যমে অভিযোগ দিয়ে এলাকাবাসী রাজনৈতিক নেতা, প্রশাসন এবং এমপির কাছে বিচার দাবী করেছেন চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো। সংবাদ সম্মেলনে সংবাদকর্মী, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যাক্তি বর্গ, পরিষদের সকল সদস্য, গ্রামবাসী ও বিভিন্ন বিশিষ্ট্য জনেরা উপস্থিত ছিলেন।