আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সিরাজগঞ্জের শাহজাদপুরে ড. মাহমুদা ইসলামের আগমন উপলক্ষে শুভেচ্ছা জানান এবং সংবর্ধনার আয়োজন করেন স্থানীয় এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। মঙ্গলবার দুপুরে ড. মাহমুদা ইসলামের শাহজাদপুর আগমন উপলক্ষে পথিমধ্যে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শুভেচ্ছা জানানো হয়। এদিন পৌর সাদরের শক্তিপুরস্থ নূরজাহান ভবনে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ফুল দিয়ে ড. মাহমুদা ইসলামকে বরণ করে নেন। এসময় তিনি তৃণমূল নারীদের সাথে মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, সাবেক ছাত্রনেতা মহির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল প্রমুখ।