ভালুকা প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ভালুকায় নিজ সম্পত্তি জবর দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভুগী পরিবার। উপজেলার হবিরবাড়ী গ্রামের মৃত রমজান আলী ডিলারের ছেলে শরিফুল ইসলাম তার পৈতিক সম্পত্তি রক্ষার দাবীতে ২২মার্চ সোমবার দুপুরে ওই সংবাদ সম্মলের আয়োজন করেন। লিখিত বক্তব্য শরিফুল বলেন, আমি হবিরবাড়ীর একজন সাধারন নাগরিক। হবিরবাড়ী মৌজার ৯ দাগে ১৭৮ খতিয়ানে আমার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ৩৭ শতাংশ জমি আমি ভুগ দখল করে আসছিলাম। যা আমার বাড়ী সংলগ্ম।
এর পাশেই নোমান আকন্দের পিতা ও আমার পিতার মাঝে ৮১ শতাংশ জমি নিয়ে বিরোধ ছিলো। যা বিগত ২০১১ সালে সামাজিক ভাবে নিস্পত্তি হয়। পরবর্তিতে নোমান আকন্দ স্থানীয় ভুমিদস্যুদের সহযোগীতায় আমার জমি জবরদখল করার পায়তারায় লিপ্ত হয়ে উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ তার ভাই আবুল কাশেম, ভাগিনা সাইফুল ইসলাম এবং নোমান আকন্দ একটি বানোয়াট দলিল তৈরি করে গত ১৪ই মার্চ রাতের আধারে আবুল কাশেমের নেতৃত্বে বহিরাগত অস্ত্রধারি সন্ত্রাসীসহ আমার ৩৭ শতাংশ জমি দখল করে। আমি ৯৯৯ নাম্বারে ফোন করে প্রতিকার চাই। থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের অবস্থান দেখে।
আমি ঘটনাস্থলে উপস্থিত হলে পুলিশের সামনেই তারা আমাকে মারপিট করে জমি দখল করে নেয়। এ ব্যপারে থানা পুলিশ আমার লিখিত অভিযোগ গ্রহন করেনি। আমি নিরুপায় হয়ে পুলিশ সুপার বরাবর আবেদন করি। বর্তমান সময়ে আমি আমার জীবনের নিরাপত্তাহীনতায় মানবেতর জীবন যাপন করছি। আবুল কাশেমের সন্ত্রাসী বাহিনী প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করছে তাই আমি ও আমার পরিবার পরিজন সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা এবং আমার সম্পত্তি উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।