বিশেষ প্রতিনিধি:
শুক্রবার (৪ এপ্রিল) ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কর্ম পরিষদের মাসিক বৈঠক পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন জয়েন্ট সেক্রেটারী জেনারেল এ আর খান, সাংগঠনিক সম্পাদক মুফতী মানসুর আহমাদ সাকী, মুফতি হোসাইন মুহাম্মাদ কাওছার বাঙালী, মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, মাওলানা মোরশেদুল আলম, মুফতি আব্দুল জলিল, অর্থ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আল আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মুহাম্মাদ মারুফ, দাওয়াহ ও প্রশিক্ষন সম্পাদক মুফতী রহমতুল্লাহ বিন হাবিব, প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস হাসান, শিল্প ও বাণিজ্য সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুর-উন-নাবী, প্রকাশনা সম্পাদক মাস্টার মাহবুব আলম, দফতর সম্পাদক মাওলানা আব্দুজ্জাহের আরেফী, যুব কল্যাণ ও কর্মসংস্থান সম্পাদক মাওলানা ইউনুছ তালুকদার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আ হ ম আলাউদ্দীন, আইন সম্পাদক এডভোকেট এম হাছিবুল ইসলাম, মানবাধিকার সম্পাদক ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান, সংখ্যালঘু সম্পাদক তৌফিক ইমাম, উপ-সম্পাদক মাওলানা আবু বকর, আলহাজ্ব শফিকুল ইসলাম।
বৈঠকে প্রশাসনিক বাধা ও নানাবিধ প্রতিকূলতা উপেক্ষা করে ৮৩ টি সাংগঠনিক জেলায় তৃণমূল প্রতিনিধি সম্মেলন আয়োজন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ আহুত জাতীয় মহাসমাবেশ সফল করায় যুব আন্দোলনের সর্বস্তরের জনশক্তিকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
এছাড়াও আগামী ১১ রমযান ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট যুবক ভাইদের সম্মানে এবং ২০ রমযান মুজাহিদ প্রজন্মদের নিয়ে ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে একটি অশুভ গোষ্ঠী কর্তৃক দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা রোধে সরকারের পক্ষ থেকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। নতুবা এই অশুভ গোষ্ঠীকে মোকাবিলা করতে ইসলামী যুব আন্দোলন কঠোর পদক্ষেপ গ্রহণ করবে মর্মে হুঁশিয়ারি জানানো হয়।