গাজী মমিন, ফরিদগঞ্জ:
পবিত্র রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর ইচ্ছে অনুযায়ী সাশ্রয়ী মূল্যে দেশের ১ কোটি নি¤œ আয়ের মানুষের কাছে টিসিবি’র পণ্য বিক্রি করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় দ্বিতীয় দফায় ৭ এপ্রিল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।
পৌরসভার ৩ নং ওয়ার্ডের ভাটিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সকাল ৯টা থেকে সরকার কর্তৃক মনোনিত নির্ধারিত কার্ডধারী পরিবারকে ৫শ’ ৬০ টাকার বিনিময়ে ২ কেজি ছোলা, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল টিসিবি’র পণ্য দেওয়া হচ্ছে বলে জানালেন ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ। ২য় দফায় টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-১ ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান পরান, ৩ নং ওয়ার্ড কাউন্সলর বাবুল পাটওয়ারী, পৌরসভার কোষাদক্ষ গিয়াস উদ্দিন প্রমুখ। ক্যাপশন: ফরিদগঞ্জ পৌরসভার ভাটিরগাঁও সকরাকি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করছেন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মেয়র আবুল খায়ের পাটওয়ারী। ছবি.গাজী মমিন।