গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিভিন্ন ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার ৭ এপ্রিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট হাসান মারুফ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইট ভাটার লাইসেন্স নবায়ন না করা ও ইট পুড়ানোর লাইসেন্স না থাকায় এবং পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন, নিয়ন্ত্রণ আইন- ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা আদায় করা হয়েছে।
যে সকল ইট ভাটাকে জরিমানা করা হয়েছে-গুজিখাঁ বিসমিল্লাহ ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ৮০ হাজার টাকা, গুজিখাঁ চাচা-ভাতিজা ব্রিকস ফিল্ডকে ৮০ হাজার টাকা, রামগোপালপুর এন,জি,এস ব্রিকস ফিল্ডকে ২ লক্ষ টাকা, রামগোপালপুর শামসু ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ২০ হাজার টাকা, রামগোপালপুর এস,এম,সিমি ব্রিকস ফিল্ডকে ৮০ হাজার টাকা ও রামগোপালপুর সাফায়েত ব্রিকস ফিল্ডকে ১ লক্ষ ৫০ হাজার টাকা। এসব ইট ভাটা থেকে মোট ৮ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমান আদালতকে সার্বিক সহযোগিতা করেন গৌরীপুর থানা পুলিশ। ভ্রাম্যমান আদালত পরিচালনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।