ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখার জন্য উপজেলার বাঙ্গুরা বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন বাঙ্গুরা বাজারে অভিযান চালিয়ে ৩টি মুদি দোকান ও ২ টি মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী নবীনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মোশারফ হোসেন বলেন, রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে দুটি মিস্টির দোকানে ওজনে কারচুপি, দুটি মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ মাল বিক্রি করা ও একটি মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৬ ও ৫১ ধারায় ৫ দোকানিকে ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। এ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।