মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ-
মোগো ঘর নাই, মেঘ দেখলে বুকটা ধরফর করে। গতবছর পলিথিন দিয়ে কোন রকমের থাকছি, এখন কোন কিছু নাই। একটা ঘরের জন্য দুই বছর ধরে ঘুতাছি, কয়েকবার ঘরের আবেদন করছি। কিন্তু সার্বেয়ার কয় মুই বলে ঘর পামু না, ক্যা পামুনা, গ্রামের সবাই কয় মোরে একটা ঘর দিতে।
বরগুনার তালতলী উপজেলার দক্ষিণ সওদাগর পাড়া এলাকার নিতান্তই গরীব মালেকা বেগম একটি ঘরের জন্য গত দুই বছর উপজেলা পরিষদ থেকে ইউপি সদস্য পর্যন্ত সকলের দ্বারে দ্বারে ঘুরেছেন কিন্তু কারো নজরে পড়েনি তিনি, ফলে কোনো ঘরও পায়নি।
মঙ্গলবার (৫ এপ্রিল) বেলা ১১টায় তালতলী উপজেলা পরিষদের ভবনের প্রবেশমুখে বসে মালেকা বেগম একটি ঘরের জন্য এমন আকুতি করেন।
মালেকা বেগম বলেন, বৃদ্ধা স্বামীকে নিয়ে খুবই কষ্টে জীবন যাপন করছি। ঘরের জন্য কয়েক দফায় আবেদন করেছি কিন্তু আমি ঘর পাইনি। এই ঘর এর আবেদন করতে যাওয়ার সময় গাড়ি এক্সিডেন্ট করে পা ভাঙছে আমার। আমি প্যারালাইসিস রোগী আমার স্বামী বৃদ্ধ কোন কাজ করতে পারে না, আমাদের দেখাশোনার জন্য আমার একটা নাতি ছাড়া আমার আর কেউ নাই।
তালতলী উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. কাওছার হোসেন বলেন তাদের ব্যাপারে খোঁজখবর নিয়েছি, তাদের একটি ঘর দেওয়া হবে।