সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে ৫১ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার
র্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন সাতগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে ৫১ কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত মাদক ব্যবসায়ীর নাম জামাল মিয়া (৩৮), পিতা- মোঃ কনা মিয়া, স্থায়ী ঠিকানা হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট থানার বড়াইল গ্রাম। ধৃত ব্যক্তি জামাল মিয়া একজন পেশদার মাদক ব্যবসায়ী। চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বৃহত্তর সিলেট এবং ঢাকার বিভিন্ন জায়গায় নিয়মিত গাঁজা সরবরাহ করে থাকেন।
র্যাব-৯ কর্তৃক ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে চলমান অভিযান অব্যাবহত থাকবে। জব্দকৃত আলামত সহ গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) এর টেবিল এর ১৯(ক)/৩৮/৪১ ধারা মূলে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। স্বাক্ষরিত/- মোহাম্মদ দেলোয়ার হোসেন ফ্লাইট লেফটেন্যান্ট মিডিয়া অফিসার র্যাব-৯, সিলেট। ০১৭৭৭৭১০৯০৩