প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর ভাটারা এবং রূপনগর এলাকা থেকে প্রতারক চক্রের ০২ জন সদস্য আটক।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত জঙ্গি, সাইবার ক্রাইম, সন্ত্রাসী, ছিনতাইকারী, মানবপাচারকারী, চাঁদাবাজ, নৈরাজ্যকারী, বিভিন্ন মামলার আসামী, অপহরণকারী, জালনোট ব্যবসায়ী, প্রতারক চক্র এবং চাঞ্চল্যকর অভিযান ছাড়াও বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে যে, কতিপয় প্রতারক চক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিক্রয় ডটকমে বিটিএসএস প্রাইভেট লিমিটেড নামক কোম্পানীর চাকুরীর বিজ্ঞাপন দিয়ে চাকুরীর প্রলোভন দেখিয়ে নিরীহ লোকদের নিকট থেকে বিকাশের মাধ্যমে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করে আসছে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য র্যাব-৩ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় র্যাব-৩ এর বিশেষ আভিযানিক দল ০৪/০৪/২০২২ তারিখ ০৭৪৫ ঘটিকার সময় রাজধানীর ভাটারা এলাকায় এবং ০৯৪০ ঘটিকার সময় রাজধানী রূপনগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিকাশের মাধ্যমে টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের সদস্য ১। মোঃ তুফায়েল ইসলাম (৩৪), সাং-বলদী, থানা-পাগলা, জেলা-ময়মনসিংহ এবং ২। মোঃ বাচ্চু শিকদার (৩৮), সাং-দক্ষিণ বাড়ী, থানা-বালিয়াকান্দি, জেলা-রাজবাড়ীদ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নিকট হতে মোবাইলফোন ০৩ টি, ভ‚য়া নিয়োগপত্র ১০ পাতা এবং ভ‚য়া আইডি কার্ড ০২ টি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা জানায় যে, তারা পেশাদার প্রতারকচক্র। প্রথমে তারা অনলাইন প্ল্যাটফর্মে চাকুরির বিজ্ঞাপন প্রচার করে চাকুরী প্রার্থীদের নিকট হতে আবেদন আহবান করে। এরপর আসামী বাচ্চু শিকদার নিজেকে কর্ণেল জাকারিয়া মাহমুদ পরিচয় দিয়ে মোবাইলে কল করে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে থাকে। তারপর আসামীরা তাদের ভ‚য়া কোম্পানীর লোগো সম্বলিত আইডি কার্ডসহ নিয়োগপত্র কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে ভিকটিমের নিকট বিশ্বাসযোগ্যতা অর্জন করে। চাকুরী প্রার্থীরা তাদের কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা জানায়, বিটিআরসি অনুমোদিত আধা-সরকারি প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন উপজেলায় সাব-অডিট অফিস সৃজন করে অডিট অফিসার হিসেবে নিয়োগ এবং ডিজিটাল যুগের ইলেকট্রনিক্স জালিয়াতিসহ অডিট অফিসে অডিটরদের দুনীর্তি প্রতিরোধের জন্য নতুন অডিট অফিস সৃজন করা হবে মর্মে অডিট অফিসার নিয়োগ দিবে। একপর্যায়ে তারা পরীক্ষার ফি, মোটর সাইকেলের রেজিষ্ট্রেশন ফি, চাকুরির নিরাপত্তা জামানত ইত্যাদি নানা অজুহাতে ভুক্তভোগীর নিকট থেকে প্রায় ৩ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী ভিকটিম একজন ছাত্র। সে অনলাইনে বিজ্ঞাপন দেখে ইমেইলে ধৃত প্রতারকদের নিকট আবেদন করেছিল। প্রতারকদের প্ররোচনায় তাদেরকে তিন লক্ষাধিক টাকা পরিশোধের পর প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র্যাবের নিকট অভিযোগ করে।
ধৃত আসামীরা অবৈধভাবে লাভবান হওয়ার জন্য মিথ্যা বিজ্ঞাপন ও ভ‚য়া পরিচয় দিয়ে চাকুরী প্রলোভন দেখিয়ে বিভিন্ন শ্রেণীর শতাধিক লোকদের সাথে প্রতারনা পূর্বক বিপুল পরিমান অর্থ আত্মসাৎ করেছে। ভুক্তভোগী এবং অন্যান্য ভিকটিম উক্ত ঘটনার প্রেক্ষিতে সর্বশান্ত হয়ে এবং কাংক্ষিত চাকুরি না পেয়ে অসহায়ত্ব জীবনযাপন করছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে শাহজাহানপুর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বীণা রানী দাস, পিপিএম, পিপিএম (সেবা)
অতিরিক্ত পুলিশ সুপার
স্টাফ অফিসার (অপ্স ও ইন্ট শাখা)
পক্ষে পরিচালক