সোহেল রানা রাজশাহী প্রতিনিধি
রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিঃ পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, (ডিএসবি) ও আসাদুজ্জামান সিনিয়র সহকারি পুলিশ সুপার,গোদাগাড়ী সার্কেলের নির্দেশনায় তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া ও ওসি তদন্ত উসমান গনির নেতৃত্বে তানোর থানার পুলিশ টিম থানাকে মাদক ও অপরাধ মুক্ত রাখতে বিভিন্ন এলাকায় চালানো হচ্ছে অভিযান।
তারি ধারাবাহিকতায় চলতি মাসের ৩ মার্চ রবিবার তানোরের বিভিন্ন এলাকায় চালানো হয় অভিযান আর এই অভিযানে মাদক মামলা সংক্রান্তে আসামী ০৩ (তিন) জন, CR-W/A মূলে আসামী ০৩ (তিন) জন এবং GR-W/A মূলে আসামী ০৬ (ছয়) জন সহ সর্ব মোট ১২ বার জন আসামীকে গ্রেফতার পূর্বক অদ্য ৪ মার্চ বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।উল্লেখ যে, ১০ (দশ) লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করেছে তানোর থানার পুলিশ টিম।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বলেন,তানোর থানার এলাকা গুলোতে বিভিন্ন অপরাধ ও মাদক মুক্ত করার লক্ষে পুলিশের অভিযান চলমান থাকবে। তাই আসুন মাদককে না বলি এবং বিভিন্ন অপরাধ থেকে দুরে থাকি এবং অপরাধ মুক্ত রাখতে পুলিশ কে সহযোগিতা করি।