সজীব হাসান, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বরিশাল হতে রংপুরগামী বাসে ০২ জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা হেফাজতে রেখে বহন করছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ০৪ এপ্রিল ২০২২ ইং তারিখ ১৫.২০ ঘটিকায় বগুড়া বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বীরগ্রাম বাজারের উত্তর পাশে ব্রিজের নিকট পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে ব্যাপক
তল্লাশী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমরান (৫৫) পিতা- মৃত মোসলেম , সাং-ফতেপুর জঙ্গলবাড়ি, থানা- হাট হাজারী, জেলা-চট্রগ্রাম,২। মোছাঃ নিপা বেগম (৩৫), স্বামী মোঃ মনির হোসেন ,সাং- কুল্লাপাথর , থানা- কসবা, জেলা- ব্রাক্ষনবাড়িয়াদ্বয়’কে মোট ১০ কেজি গাঁজা, মোবাইল এবং নগদ টাকাসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব–১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান র্যাবের এ ধরনের মাদক বিরোধী আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।