আবু বকর সিদ্দিক জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
গ্রামীন জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় মানিকগঞ্জে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১ টায় জেলা পরিষদ মিলনায়তনে জেলা তথ্য অফিস এই সামবেশের আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে যে ১০টি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম একটি উদ্যোগ নারীর ক্ষমতায়ন নিশ্চিত করন। নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে প্রথমে বাল্য বিবাহ বন্ধ ও স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে। তার জন্য বয়স কোন সমস্যা নয় মানষিক বিকাশই বেশি প্রয়োজন।
তিনি আরো বলেন, মাদকের ভয়াবহতা ও সন্ত্রাস বিরোধী কার্যক্রমের মাধ্যমে পরিবেশের সুরক্ষাসহ নানান পেশাজীবীর বিনিয়োগ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করতে সবার মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
জেলা তথ্য অফিসার মোহাম্মদ নুর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসরীন সুলতানা, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ পরিচালক আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মুহাম্মদ জামাল হোসাইন প্রমুখ।
উল্লেখ্য, দিনব্যাপী এই সমাবেশে জেলার প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা অংশ নেন।