বাকেরগঞ্জ প্রতিনিধি,
বহুল আলোচিত বাকেরগঞ্জের ১৩ নং পাদ্রীশিবপুর ইউনিয়ন। এই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে অবস্থিত এম.এ.মালেক ডিগ্রি কলেজ এই কলেজ স্থাপিত ১৯৯৪ সালে। প্রতি বছরের ন্যায় পালিত হয় এই নবীন বরণ অনুষ্ঠান। তাই আজ ২৮ মার্চ এই নবীনদের জন্য পালিত হয়। নতুনদের বরন করে নেওয়াই হল নবীন বরণ।নবীনদের বরণ করার জন্য পবিত্র কুরআন তেলাওয়াত দিয়ে শুরু করা হয় অনুষ্ঠান।
নবীনদের বরনের জন্য সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতার বড় ভাই আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল লতিফ হাওলাদার ও পরিচালনা করেন এম.এ.মালেক ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব শামীম আহম্মেদ এবং উপস্থাপন করেন প্রভাষক মহসিন মোল্লা ও মাঈনুল ইসলাম স্যার।
নবীনদের উদ্দেশ্যে আদেশ মূলক বক্তব্য রাখেন প্রভাষক হাফিজুর রহমান বাচ্চু ও নুর মোহাম্মদ স্যার। এরপর শুরু করেন নবীনদের বরণ করেন ফুলের রাজা রজনীগন্ধার ও ইসলামিক বই উপহার দিয়ে। বরন করার পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও নিত্যানুষ্ঠান। সর্বশেষ সকালের জন্য মিষ্টিমুখ দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।