পেকুয়া প্রতিনিধি:-
কক্সবাজার কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে ২ এপ্রিল দুপুর ১২ টায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জাতীয় সংসদের হুইপ চট্টগ্রাম বিভাগীয় আওয়ামী লীগের দায়িত্ব প্রাপ্ত সাংগঠনিক টিম প্রধান আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির সংসদ ভবন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
এ সভায় চকরিয়া ও পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করে আগামী ২৩ মে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
অপরদিকে অনির্ধারিত বৈঠকে পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পেকুয়া সদর ইউনিয়নে নৌকা প্রতীকের মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম অভিযোগ করেন গত ২৭ মার্চ পেকুয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য দেওয়ার এক পর্যায়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সহ-সভাপতি আবুল শামা শামিম, সাইফুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক মুফিজুর রহমান ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এস এম সাহাদত হোসেনসহ আরও কয়েক জন হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে।
এ অভিযোগের ভিত্তিতে সভায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি হামলাকারীদের বহিষ্কার করার নির্দেশ দেন জেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদককে। সভায় হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন আহমেদ সিআইপি, চকরিয়া পেকুয়ার এমপি জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, সহ সভাপতি আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এড রঞ্জিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, শিল্প ও বাণিজ্য সম্পাদক খালেদ মাহমুদ মিথুন, বন ও পরিবেশ সম্পাদক কমরুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের সদস্য জিয়া উদ্দীন জিয়া, আমিনুর রশিদ দুলাল, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি সরওয়ার আলম, অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দীন, চকরিয়া পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জল কর, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, চেয়ারম্যান আজিমুল হক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম ও শাহ নেওয়াজ তালুকদার প্রমুখ।