ওসমানীনগর প্রতিনিধি::
সিলেটের ওসমানীনগরে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদফতরের পরিচালিত কার্যক্রম বাস্থবায়নে ‘জনপ্রতিনিধিদের ভূমিকা শীর্ষক‘ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সমাজসেবা অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক নিবাস রঞ্জন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নূল হক চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানার সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তি দত্তের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী,উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মজনু মিয়া, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউপি চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, সিলেট জেলা মোটর সাইকেল ইঞ্জিনিয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদেক, ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা এস এম মশিউর আলম মুছা, স্বপ্না দেবী,সান্না বেগম।
সেমিনারে সমাজ সেবা অধিদপ্তরের পরিচালিত কার্যক্রমগুলোর সুষ্ট বাস্থবায়নের আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন,জনপ্রতিনিধি এবং সমাজসেবা অধিদপ্তর সরকারের উন্নয়নের পাশাপাশি অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে ফলে জনপ্রতিনিধি এবং সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম ভিন্ন হলেও উদ্দেশ্য একই।
বয়স্ক ভাতা,বিধবা ভাতার পাশাপাশি অসুস্থ রুগীদের আর্থিক সহায়তা প্রদানকারী সমাজসেবা অধিদফতর কার্যক্রম জনপ্রতিনিধির সম্মন্নয়েই হয়ে থাকে। ফলে উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তরের পরিচালিত কার্যক্রমের বাস্থবায়নে জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রতি ব্যাক্ত করেন তারা।