মো: সোহেল দেলদুয়ার (টাংগাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের পালপাড়া পুরাতন বাজারে প্রতি বছরের মতোই এবারেও নবারুন যুব সংঘের উদ্যেগে ৪র্থ বার্ষিকী শ্রী শ্রী গণেশ পূজা উদযাপিত হবে।
সনাতন ধর্মালম্বীরা চৈত্র সংক্রান্তি উদযাপন শেষে, ১লা বৈশাখ শুভ নববর্ষের দিন দেশ ও বিশ্ববাসীর মঙ্গল এবং শান্তিকামনায় সিদ্ধিদাতা শ্রী শ্রী গণেশ পূজার আয়োজন করেন , এ আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় নতুন বছর উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান ।
নবারুণ যুব সংঘের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ অন্যান্য দায়িত্ব প্রাপ্তদের সাথে কথা বলে জানা যায় আগামী ১৫ ই এপ্রিল ( ১লা বৈশাখ ১৪২৯ বঙ্গাব্দ) মহা ধুমধামে উদযাপিত হবে এবারের ৪র্থ বার্ষিকী শ্রী শ্রী গণেশ পূজা। ধর্মীয় শুদ্ধাচারের মধ্যে দিয়েই সারাদিন ব্যাপ্তি মাঙ্গলিক পূজা পার্বণের পর্ব চলমান থাকবে পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পর্ব।
এই দিনে পূজা উপলক্ষে ঐস্থানে প্রতিবছরই জমজমাট মেলা বসে,যেখানে সমাগম ঘটে হাজারো ভক্ত বৃন্দ সহ অন্যান্য ধর্মাবলম্বী মানুষেরও। গণেশ পূজা উদযাপন শেষে পরের দিন, আবার বিজয় দশমীর মেলার মধ্যে দিয়ে বিসর্জন পর্ব শেষ হয়।