মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃঃ
সিরাজগঞ্জ -২ (সদর ও কামারখন্দ) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপির সঙ্গে বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় স্বপ্ন আমার প্রচেষ্টা সবার, চাকুরী করব না, চাকুরী দেবো এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বাংলাদেশ উদ্যোক্তা ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে নেতৃবৃন্দ প্রধান অতিথি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি মহোদয় কে ফুলেল শুভেচছা ও ফুল উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।এরপর সেখানে এক মতবিনিময় সভা সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন, আহবায়ক আশিক আহমেদ, যুগ্ন- আহ্বায়ক সেলিম রেজা, যুগ্ন- আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব আজিম উদ্দিন,যুগ্ম সদস্য সচিব আসমানি খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিল্লাত বলেন,উদ্যোগ ক্ষুদ্র হলেও তা উদ্যোক্তাকে প্রতিষ্ঠিত করতে পারে। সৎ ভাবে কাজ করতে হবে। না বুঝে ব্যবসা শুরু না করে ব্যবসাকে সহজ করে বুঝলে ব্যবসায় লাভবান হওয়া সম্ভব । প্রত্যেককে আগে ভাল মানুষ হতে হবে। কে কি বলল, কে কোন ধরণের সার্টিফিকেট দিল তা বিবেচ্য নয়। নিজে নিজেকে কতটা সার্টিফিকেট দিলেন সেটাই বড় কথা। স্বপ্ন দেখতে হবে, আজকে যারা উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারা যেন আগামী ৩ বছরের মধ্যে নিজেকে ভাল জায়গায় প্রতিষ্ঠিত করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে হবে। তিনি বাংলাদেশ উদ্যোক্তা ফোরামকে এগিয়ে নিতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম সদস্য সচিব, জুবায়ের মীর, যুগ্ম সদস্য সচিব, ইদ্রীস, সদস্য মাসুদ রেজা, মাহমুদুল হাসান , সদস্য, আব্দুল আল মামুন, দীপ্ত প্রমূখ।