(শংকর চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি)
রোগ নির্ণয়ে অগ্রণি ভূমিকা পালনকারী, প্রথম সারির করোনা যোদ্ধা মেডিকেল টেকনোলজিস্টদের ঐক্যবদ্ধ সংগঠন চট্টগ্রাম মেডিকেল টেকনোলজিস্ট সোসাইটি, সিএমটিএস এর ফটিকছড়ি শাখার কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে এক সভা ফটিকছড়ির ঝংকার মোড়স্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রসূন নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ফটিকছড়ি উপজেলায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ সোহেলকে সভাপতি, মোঃ অামজাদ হোসেনকে সাধারণ সম্পাদক ও অাবদুল্লাহ অাল মামুনকে অর্থ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট ২০২২-২০২৩ কার্যকরী কমিটি গঠন করা হয়।
সংগঠনের অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি প্রসূন নন্দী,দুরুল ইসলাম মাসুদ, শংকর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অাব্দুর রহিম মণ্ডল, সহ অর্থ সম্পাদক শরীফুল ইসলাম ছাব্বির, সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক গোলাম মর্তুজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপু দাশ, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো অাতিকুর রহমান,
তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ অারিফুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক রিপন চাকমা, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ হোজায়ফা, ক্রীড়া সম্পাদক ফয়সাল অাহমেদ, সাংস্কৃতিক সম্পাদক উল্লাস দাশ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ নাজমুল, নির্বাহী সদস্য সৈয়দ মোঃ শাকিল অানোয়ার ও শরীফুল ইসলাম শামীম।সভায় রমজান মাসে নতুন কমিটির অভিষেক ও ইফতার পার্টি অায়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।