বাংলাদেশ ০১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪
  • ১৫৭৯ বার পড়া হয়েছে

কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়া নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভুলে যাবার আগে বলি, কালুরঘাট সেতুর কাজ কখন চালু হবে তা নিয়ে জানতে চেয়েছিল একজন। আমরা আশা করছি, ফেব্রুয়ারি মাস থেকে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে আমি আরেকটি কাজ দেখতে এসেছি। টানেলে কোনো গাড়ি দেখলাম না। এটি একটা অপরিকল্পিত পরিকল্পনা। আসলে পরিকল্পনা ছিলো, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্রবন্দর হবে এবং সেখান যেতে একটা সড়ক সংযাগ হবে। সেখানে একটা ইকনোমিক জোন হবে। কিছুই হয়নি। শুধু সেখানে একটা বিদ্যুৎ প্লান্ট হয়েছে। আর এখানে একটা টানেল হয়ে গেছে। অপচয়ের উন্নয়ন আমরা করতে রাজি না। যোগ করেন উপদেষ্টা।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার কোনো ক্ষমতা গ্রহণ করেনি। আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব ও ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ক্ষমতা হলে গায়ে একটু গরম, গরম লাগে। নিজেকে খুব বড় মনে হয়। অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন, নিজেকে খুব খাটো মনে হয়। সব সময় মনে হয়, আমি আমার কাজটি করতে পারছি তো।

আরও একটি রিফাইনারি করার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল বলেন, আমাদের একটা রিফাইনারি আছে। অনেক পুরনো। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা দ্বিতীয় রিফাইনারির উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন, দুর্বৃত্তায়নের কারণে নতুন রিফাইনারি প্রকল্প বাস্তবায়ন হয়নি। ইস্টার্ন রিফাইনারির কাজটা আমরা সহসা হাতে নেবো।

বিদ্যুৎখাতে সুখবর আছে জানিয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আইনের মাধ্যমে। ২০১০ সালে এই আইন করা হয়েছিল। এটি হলো দ্রুত লেনদেনের আইন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। শাহদিন মালেক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট আইনটিকে সংবিধানবিরোধী বলেছেন। আপনারা জানেন আমাদের চুক্তিগুলো আন্তর্জাতিক চুক্তি। চাইলেই বা সহজেই বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থির ভাবে এগুচ্ছি।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির আরো বলেন, গ্যাসের সংকটের কারণে প্রতিবছর ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি হয়। এ বছরই আমরা ৫০টি কূপ খনন করবো। আগামী দুই বছরে আরও একশটি কূপ খনন করবো। জ্বালানি আমাদানি করাটা সহজ। সে কাজটা করা হয়নি। কিন্তু কূপ খনন করে গ্যাসক্ষেত্র আবিষ্কার করার চেষ্টাটাও হয়নি। আমরা নবায়নযোগ্য একটি শক্তিতে বিনিয়োগ করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।

 

 

 

 

জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা

আপডেট সময় ০৭:০১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪

 

এম মনির চৌধুরী রানা চট্টগ্রাম

অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের চাওয়া নতুন কালুরঘাট সেতুর নির্মাণকাজ আগামী বছরের ফেব্রুয়ারিতে শুরু হবে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউজে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ভুলে যাবার আগে বলি, কালুরঘাট সেতুর কাজ কখন চালু হবে তা নিয়ে জানতে চেয়েছিল একজন। আমরা আশা করছি, ফেব্রুয়ারি মাস থেকে কালুরঘাট নতুন সেতুর কাজ শুরু হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রামে আমি আরেকটি কাজ দেখতে এসেছি। টানেলে কোনো গাড়ি দেখলাম না। এটি একটা অপরিকল্পিত পরিকল্পনা। আসলে পরিকল্পনা ছিলো, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্রবন্দর হবে এবং সেখান যেতে একটা সড়ক সংযাগ হবে। সেখানে একটা ইকনোমিক জোন হবে। কিছুই হয়নি। শুধু সেখানে একটা বিদ্যুৎ প্লান্ট হয়েছে। আর এখানে একটা টানেল হয়ে গেছে। অপচয়ের উন্নয়ন আমরা করতে রাজি না। যোগ করেন উপদেষ্টা।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকার কোনো ক্ষমতা গ্রহণ করেনি। আমরা একটা দায়িত্ব গ্রহণ করেছি। দায়িত্ব ও ক্ষমতার মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। ক্ষমতা হলে গায়ে একটু গরম, গরম লাগে। নিজেকে খুব বড় মনে হয়। অন্যদিকে আপনি যখন দায়িত্ব গ্রহণ করবেন, নিজেকে খুব খাটো মনে হয়। সব সময় মনে হয়, আমি আমার কাজটি করতে পারছি তো।

আরও একটি রিফাইনারি করার উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা ফাওজুল বলেন, আমাদের একটা রিফাইনারি আছে। অনেক পুরনো। যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। আমরা দ্বিতীয় রিফাইনারির উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন, দুর্বৃত্তায়নের কারণে নতুন রিফাইনারি প্রকল্প বাস্তবায়ন হয়নি। ইস্টার্ন রিফাইনারির কাজটা আমরা সহসা হাতে নেবো।

বিদ্যুৎখাতে সুখবর আছে জানিয়ে বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল বলেন, বিদ্যুৎখাতে কিছু সুখবর আছে। একটা সুখবর হচ্ছে সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছিল আইনের মাধ্যমে। ২০১০ সালে এই আইন করা হয়েছিল। এটি হলো দ্রুত লেনদেনের আইন। এটা হাইকোর্টে চ্যালেঞ্জ হয়েছিল। শাহদিন মালেক এটাকে চ্যালেঞ্জ করেছিলেন। হাইকোর্ট আইনটিকে সংবিধানবিরোধী বলেছেন। আপনারা জানেন আমাদের চুক্তিগুলো আন্তর্জাতিক চুক্তি। চাইলেই বা সহজেই বের হওয়া যায় না। এজন্য আমরা ধীরস্থির ভাবে এগুচ্ছি।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির আরো বলেন, গ্যাসের সংকটের কারণে প্রতিবছর ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি হয়। এ বছরই আমরা ৫০টি কূপ খনন করবো। আগামী দুই বছরে আরও একশটি কূপ খনন করবো। জ্বালানি আমাদানি করাটা সহজ। সে কাজটা করা হয়নি। কিন্তু কূপ খনন করে গ্যাসক্ষেত্র আবিষ্কার করার চেষ্টাটাও হয়নি। আমরা নবায়নযোগ্য একটি শক্তিতে বিনিয়োগ করতে চাই।

সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম উন্নয় কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ হাসান, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. নাজমুল হোসেন প্রমুখ।