মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী নারায়নপুর (সীমান্ত পিলার ২০৫৮এম) এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৪ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি।
আজ ২৮ সেপ্টেম্বর (শনিবার) গোপন সংবাদের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীনস্থ শশীদল বিওপির সীমান্ত এলাকায় টহল পরিচালনাকালে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার শশীদল ইউনিয়নের নারায়নপুর গ্রামের মোঃ ফয়েজ আহম্মেদের ছেলে আপন মিয়া (২২), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার শতক বাজার এলাকার জয়তুন মিয়ার ছেলে মোঃ বজলুল আমিন (২০), একই এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে মোঃ মামুন মিয়া (১৯) এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নারায়নপুর গ্রামের মোঃ মনির মিয়ার ছেলে মোঃ তারিকুল ইসলাম (২২)।
অনুপ্রবেশে সহযোগিতাকারী চোরাকারবারী আপন মিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে অবৈধভাবে ভারতে তিনজনকে অনুপ্রবেশের চেষ্টা কথা বিজিবি টহল দলের কাছে স্বীকার করেন। এসময় তাদের কাছ থেকে ৪টি এ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করে বিজিবি।
তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় আইনগত ব্যবস্থা ও হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনার সত্যতা সম্পর্কে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) পিএসসি, এসি অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার তথ্যটিকে নিশ্চিত করেন।