ছবি তুলে রৌপ্য পদক জিতলেন কুবি শিক্ষার্থী কিশোর
আপলোড সময় :
২১-১১-২০২৪ ০১:১৫:১০ পূর্বাহ্ন
আপডেট সময় :
২১-১১-২০২৪ ০১:১৫:১০ পূর্বাহ্ন
ছবি তুলে রৌপ্য পদক জিতলেন কুবি শিক্ষার্থী কিশোর
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোর কুমার ২৩তম এশিয়া-প্যাসিফিক রিজিয়ন স্কাউট ফটো কনটেস্টে অংশগ্রহণ করে রৌপ্য পদক অর্জন করেছে। বুধবার (২০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোর কুমার নিজেই।
তার সাথে কথা বলে জানা যায়, বিগত চার বছর ধরে কিশোর কুমার এশিয়া প্যাসিফিক রিজিওনাল স্কাউট ফটো কনটেস্টে অংশগ্রহণ করে আসছে। প্রতি বছরই তার ছবি ফাইনালিস্ট হিসেবে এশিয়া প্যাসিফিক রিজিওনাল ক্যালেন্ডারে স্থান পেয়েছে। কিন্তু এ বছর কিশোরের তোলা ছবি রৌপ্য পদক অর্জন করেছে। ওয়ার্ল্ড অর্গানাইজেশন অভ দ্য স্কাউট মুভমেন্টের এশিয়া প্যাসিফিক রিজিওনের রিজিওনাল ডিরেক্টর জি. রিজার সি. পাঙ্গিলিনান স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গত ৮ নভেম্বর কিশোর কুমারকে এই চিঠি দেয়া হয়।
কিশোর কুমার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের একজন শিক্ষার্থী। তিনি ক্রিস্টাল ওপেন স্কাউট দলের একজন সদস্য। ২০০৯ সাল থেকে স্কাউটিং-এর সাথে যুক্ত তিনি। স্কাউটিং জীবনে তিনি ক্রিস্টাল ওপেন স্কাউটস গ্রুপ, ঢাকা থেকে রোভারিং করেছেন এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে মিডিয়া টিমে কাজ করেছেন। সর্বশেষ ২০২৩ সালে কিশোর দক্ষিণ কোরিয়ায় ২৫তম বিশ্ব স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করেছেন।
ছবি তোলার প্রতি আগ্রহের বিষয়ে কিশোর বলেন, ছবি তোলার প্রতি আমার ভালোবাসা ছোটবেলা থেকেই। আমি বিশেষত অ্যাকশনধর্মী ছবি তুলতে পছন্দ করি, যা স্কাউটিং কার্যক্রমে দারুণভাবে ফুটিয়ে তোলা যায়। আমার এই আগ্রহের কারণে বিভিন্ন ফটো কন্টেস্টে অংশগ্রহণ এবং সাফল্য অর্জনের সুযোগ পেয়েছি।
তার এই অর্জনের ব্যাপারে কিশোর কুমার বলেন, আমার এই অর্জন এবং অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত নয়, এটি বাংলাদেশের স্কাউট আন্দোলনের জন্যও একটি বড় গৌরব। আশা করি, আমার গল্প নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স