হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
নিজস্ব প্রতিবেদক
রাজধানী কদমতলীতে হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে শনির আখড়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ঘটে যাওয়া হাসিবুল হাসান প্রকাশ বাবু (২৮) হত্যা মামলার অন্যতম আসামি মো: কোরবান (২৮)’কে র্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলাম ও অন্যান্যদের সঙ্গে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে আসামি কোরবান’সহ একাধিক ব্যক্তি তাদের ওপর দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৪১, তারিখ- ২৬/০৮/২০২৫ খ্রি.)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১০ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অদ্য ১২/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ কোরবান (২৮), পিতা- মোতাহার আলী, সাং- পাটেরবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স