
নিজস্ব প্রতিবেদক
রাজধানী কদমতলীতে হাসিবুল হত্যা মামলার একজন আসামিকে শনির আখড়া থেকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকায় ঘটে যাওয়া হাসিবুল হাসান প্রকাশ বাবু (২৮) হত্যা মামলার অন্যতম আসামি মো: কোরবান (২৮)’কে র্যাব-১০ এর একটি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে।
গত ২৫/০৮/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১.১৫ ঘটিকায় ভিকটিম হাসিবুল হাসান তার বন্ধু শরীফুল ইসলাম ও অন্যান্যদের সঙ্গে ঘুরতে বের হলে পূর্ব শত্রুতার জেরে আসামি কোরবান’সহ একাধিক ব্যক্তি তাদের ওপর দেশীয় অস্ত্র সুইচ গিয়ার দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়। এতে গুরুতর আহত হন হাসিবুল ও শরীফুল।
স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হাসিবুলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৪১, তারিখ- ২৬/০৮/২০২৫ খ্রি.)। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাব-১০ গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় অদ্য ১২/০৯/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.০০ ঘটিকায় কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ কোরবান (২৮), পিতা- মোতাহার আলী, সাং- পাটেরবাগ, থানা- কদমতলী, ডিএমপি, ঢাকা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।