যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা ফজর ক্যাম্পেইন সম্পন্ন
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা ফজর ক্যাম্পেইন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন- ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। ২৫ দিনের এই বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসময় অংশগ্রহণ দেখিয়েছেন। ক্যাম্পেইনটি গত ১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলে। এতে ৩৫ জন মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রোববার (২৪ আগস্ট) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মিশিগানন্থ বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন পার্কিং লটে এ বছরের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহদিনার নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সদস্যগণ, কমিউনিটির মুরব্বিয়ান, যুব সমাজ, বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধি।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রায় ৫ হাজার ডলার সমমূল্যের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ২৫টি বাইসাইকেল, ৪টি ইলেকট্রিক স্কুটার, জুব্বা ও সুন্নাহ সামগ্রী। শুধুমাত্র অংশগ্রহণকারীরাই নয়, তাদের অভিভাবকদের জন্যও বিশেষ সুন্নাহ সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, ইহদিনা সংগঠনটি “সেবা, দাওয়াহ ও সুস্থ সংস্কৃতি” এই তিনটি মূলনীতির উপর কাজ করছে। প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ে সংগঠনটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইতোমধ্যে ১০ থেকে ১৫টি সফল প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin
কমেন্ট বক্স