
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের মিশিগানে ইহদিনা-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন- ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। ২৫ দিনের এই বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসময় অংশগ্রহণ দেখিয়েছেন। ক্যাম্পেইনটি গত ১ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত চলে। এতে ৩৫ জন মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
রোববার (২৪ আগস্ট) পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে মিশিগানন্থ বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন পার্কিং লটে এ বছরের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইহদিনার নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সদস্যগণ, কমিউনিটির মুরব্বিয়ান, যুব সমাজ, বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধি।
অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রায় ৫ হাজার ডলার সমমূল্যের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ২৫টি বাইসাইকেল, ৪টি ইলেকট্রিক স্কুটার, জুব্বা ও সুন্নাহ সামগ্রী। শুধুমাত্র অংশগ্রহণকারীরাই নয়, তাদের অভিভাবকদের জন্যও বিশেষ সুন্নাহ সামগ্রী প্রদান করা হয়।
উল্লেখ্য, ইহদিনা সংগঠনটি “সেবা, দাওয়াহ ও সুস্থ সংস্কৃতি” এই তিনটি মূলনীতির উপর কাজ করছে। প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ে সংগঠনটির সকল সদস্যের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইতোমধ্যে ১০ থেকে ১৫টি সফল প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে।