ঢাকা , মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫ , ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বনপাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ স্ত্রী আটক।


আপডেট সময় : ২০২৫-০৮-০৪ ২০:২০:০৩
বনপাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ স্ত্রী আটক। বনপাড়ায় গোপন তথ্যের ভিত্তিতে সেনা অভিযান, গাঁজার গাছসহ স্ত্রী আটক।

নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ৪ আগস্ট ২০২৫ গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার হারোয়া বাহিমালি পাড়ায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুভাষ রোজারিও নামের এক ব্যক্তির বাড়ি থেকে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম অভিযুক্ত সুভাষ রোজারিওকে ঘটনাস্থলে না পেয়ে, তার স্ত্রী লিনা রোজারিওকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

“গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত সুভাষ রোজারিও পলাতক রয়েছে। অভিযুক্তের বাসায় এই গাঁজার গাছ পাওয়া  গেছে তাই তদন্তের স্বার্থে তার স্ত্রীকে থানায় নেওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সুভাষ রোজারিও, পিতা মৃত আব্রাহাম রোজারিও, দীর্ঘদিন ধরে এলাকায় সন্দেহভাজন মাদক কার্যক্রমে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সেনাবাহিনী এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে এবং ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ