ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অবশেষে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প।


আপডেট সময় : ২০২৫-০৫-০৭ ১৭:০৭:০৪
অবশেষে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প। অবশেষে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প।
 

ক্যাম্পাস প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাস হয়।

২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের অধীন তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১৩ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরম্ভ হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে পাঠদান চলছে। অনুষদ ও বিভাগগুলো হলো- ক. কলা অনুষদ: ১. বাংলা, খ. সামাজিক বিজ্ঞান অনুষদ: ২. সমাজবিজ্ঞান; ৩. অর্থনীতি; গ. ব্যবসায় শিক্ষা অনুষদ: ৪. ম্যানেজমেন্ট; এবং ঘ. সংগীত ও নৃত্যকলা অনুষদ: ৫. সংগীত।

বর্তমানে, ৫ টি বিভাগের প্রায় ১২০০ এর বেশি শিক্ষার্থী আছে কিন্তু ৮ বছর হলো কোনো স্থায়ী অবকাঠামো ছিলো না বিশ্ববিদ্যালয়টির। 

এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয় এলাকা বাসী ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করে সারা জাগায়।

শুরুতে ৯ হাজার কোটি টাকা এই প্রকল্প নির্মাণের ব্যয় ধরা হয় কিন্তু ৮ বার সংশোনীর ফলে প্রকল্পের ব্যয় ধরা ৫১৯ কোটি টাকা। 

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০২৪-২০২৫ অর্থবছরের ১০ ম সভায় ৭মে ২০২৫ তারিখে ১১ ঘটিকার সময় এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকল্পের জন্য ৫১৯ কোটি টাকা বাজেট হয়।

বহুল প্রতিক্ষীত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থায়ী অবকাঠামোগত প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ এলাকাবাসী। 

 

 

 


নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ