অবশেষে অনুমোদন পেল রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্প।

আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৫:০৭:০৪ অপরাহ্ন
 

ক্যাম্পাস প্রতিনিধিঃ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ২০১৬ খ্রিষ্টাব্দের ২৬ জুলাই তারিখে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আইন ২০১৬’ মহান জাতীয় সংসদে পাস হয়।

২০১৮ সালে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে দুটি অনুষদের অধীন তিনটি বিভাগে-স্নাতক (সম্মান) শ্রেণিতে ১১৩ জন ছাত্র নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম আরম্ভ হয়।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চারটি অনুষদের অধীন পাঁচটি বিভাগে পাঠদান চলছে। অনুষদ ও বিভাগগুলো হলো- ক. কলা অনুষদ: ১. বাংলা, খ. সামাজিক বিজ্ঞান অনুষদ: ২. সমাজবিজ্ঞান; ৩. অর্থনীতি; গ. ব্যবসায় শিক্ষা অনুষদ: ৪. ম্যানেজমেন্ট; এবং ঘ. সংগীত ও নৃত্যকলা অনুষদ: ৫. সংগীত।

বর্তমানে, ৫ টি বিভাগের প্রায় ১২০০ এর বেশি শিক্ষার্থী আছে কিন্তু ৮ বছর হলো কোনো স্থায়ী অবকাঠামো ছিলো না বিশ্ববিদ্যালয়টির। 

এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ স্থানীয় এলাকা বাসী ২০২৫ সালের জানুয়ারি-ফেব্রুয়ারী মাসে স্থায়ী ক্যাম্পাসের জন্য আন্দোলন করে সারা জাগায়।

শুরুতে ৯ হাজার কোটি টাকা এই প্রকল্প নির্মাণের ব্যয় ধরা হয় কিন্তু ৮ বার সংশোনীর ফলে প্রকল্পের ব্যয় ধরা ৫১৯ কোটি টাকা। 

আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ২০২৪-২০২৫ অর্থবছরের ১০ ম সভায় ৭মে ২০২৫ তারিখে ১১ ঘটিকার সময় এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকল্পের জন্য ৫১৯ কোটি টাকা বাজেট হয়।

বহুল প্রতিক্ষীত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের স্থায়ী অবকাঠামোগত প্রকল্প অনুমোদন হওয়ায় খুশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সহ এলাকাবাসী। 

 

 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]