ঢাকা , বুধবার, ১২ মার্চ ২০২৫ , ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক শান্ত্বনা রাণী সরকারের পরলোকগমণ


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ২২:৩৪:১১
বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক শান্ত্বনা রাণী সরকারের পরলোকগমণ বানারীপাড়ায় বালিকা বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক শান্ত্বনা রাণী সরকারের পরলোকগমণ


রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত মিহির কুমার সরকারের সহধর্মীনি ও সহকারি শিক্ষক কল্লোল সরকারের মা সাবেক সিনিয়র শিক্ষক শান্ত্বনা রানী সরকার (৭৩) সোমবার (১০মার্চ) রাত পৌণে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন।

প্রয়াণকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার (১মার্চ) সকাল ১০টায় তার পুরনো কর্মস্থল বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় কেন্দ্রীয় মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার প্রয়াণে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।






 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ