রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক প্রয়াত মিহির কুমার সরকারের সহধর্মীনি ও সহকারি শিক্ষক কল্লোল সরকারের মা সাবেক সিনিয়র শিক্ষক শান্ত্বনা রানী সরকার (৭৩) সোমবার (১০মার্চ) রাত পৌণে ১১টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমণ করেন।
প্রয়াণকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু শুভানুধ্যায়ী রেখে গেছেন। মঙ্গলবার (১মার্চ) সকাল ১০টায় তার পুরনো কর্মস্থল বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গনে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের উত্তরপাড় কেন্দ্রীয় মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। এদিকে তার প্রয়াণে বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।