ঢাকা , মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ , ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড


আপডেট সময় : ২০২৫-০৩-১১ ০০:৩৪:৩২
ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড





মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ থেকে ১টা পর্যন্ত যমুনা নদীর গোবিন্দাসী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন ও ২ টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়। জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ভেকু চালক মঞ্জু শেখ নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪, ৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ