ভূঞাপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে কারাদণ্ড

আপলোড সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৫ ১২:৩৪:৩২ পূর্বাহ্ন





মোঃ শহিদুল ইসয়াম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত রবিবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ থেকে ১টা পর্যন্ত যমুনা নদীর গোবিন্দাসী ঘাট এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী, নৌ পুলিশের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধ ভাবে বালু উত্তোলনের সময় ২ টি ড্রেজার মেশিন ও ২ টি ভেকু জব্দ করা হয় এবং পাইপ বিনষ্ট করা হয়। জব্দকৃত মালামাল গোবিন্দাসী নৌ-পুলিশ ফাঁড়ির জিম্মায় রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে ভেকু চালক মঞ্জু শেখ নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত।

বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) ধারা ৪, ৫(১) লংঘন করায় ১৫(১) ধারা অনুযায়ী ০৭ দিনের কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]