ঢাকা , রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫ , ২১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

কালকিনিতে ৫০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৫-০১-০২ ০৯:৫৫:৫৫
কালকিনিতে ৫০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার কালকিনিতে ৫০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার



আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে নতুন বছরের প্রথম দিনে ৫'শত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও নতুন বই তুলে দিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার  উত্তম কুমার দাশ। নির্বাহী অফিসারের হাত থেকে নতুন স্কুল ড্রেস ও নতুন বই পেয়ে এসময় উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। 

জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে বুধবার (পহেলা জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পযর্ন্ত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। বুধবার দুপুরে ১৭৯ নং দক্ষিণ ঝুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এই স্কুল ড্রেস ও বই বিতরণ করেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পক্ষ থেকে আরোও ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীর মাঝে নতুন ড্রেস বিতরণ করেন বলে জানা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ