কালকিনিতে ৫০০ শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস তুলে দিলেন উপজেলা নির্বাহী অফিসার

আপলোড সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০১-২০২৫ ০৯:৫৫:৫৫ পূর্বাহ্ন



আশরাফুর রহমান হাকিম, নিজস্ব প্রতিবেদকঃ

মাদারীপুরের কালকিনিতে নতুন বছরের প্রথম দিনে ৫'শত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস ও নতুন বই তুলে দিয়েছেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার  উত্তম কুমার দাশ। নির্বাহী অফিসারের হাত থেকে নতুন স্কুল ড্রেস ও নতুন বই পেয়ে এসময় উচ্ছ্বসিত হয় শিক্ষার্থীরা। 

জানাগেছে, উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ হতে বুধবার (পহেলা জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর পযর্ন্ত ৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৫০০ জন শিক্ষার্থীর মধ্যে এ স্কুল ড্রেস বিতরণ করা হয়। বুধবার দুপুরে ১৭৯ নং দক্ষিণ ঝুরগাও হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত থেকে এই স্কুল ড্রেস ও বই বিতরণ করেন তিনি।

উল্লেখ, ২০২৪ সালে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পক্ষ থেকে আরোও ৫টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০০ শিক্ষার্থীর মাঝে নতুন ড্রেস বিতরণ করেন বলে জানা যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার বদিউজ্জামানসহ অন্যান্য কর্মকর্তা ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দরা।



 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]