ঢাকা , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ


আপডেট সময় : ২০২৪-১২-৩০ ১৪:১৬:৫৩
বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ



বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মুহাইমিনুল ইসলাম (২৯) নামে এক সৌদি আরব প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন।


(১৯ ডিসেম্বর) থেকে ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার।


নিখোঁজ প্রবাসী মুহাইমিনুল ইসলাম সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের টাঙ্গার পাড়া এলাকার আকরাম খান ছেলে। তার স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।


নিখোঁজ মুহাইমিনুল ইসলামের পিতা আকরাম খান বলেন,আমার ছেলে বাংলাদেশ একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির উদ্দেশ্যে আসার কথা ছিল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানান, আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। আমার পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে।


এ ঘটনায় (২২ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। (জিডি নং :১৩০৫) কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


এদিকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয় যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে পরিবারের সাথে যেন দয়া করে যোগাযোগ করেন। 

 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ