বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ

আপলোড সময় : ৩০-১২-২০২৪ ০২:১৬:৫৩ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১২-২০২৪ ০২:১৬:৫৩ অপরাহ্ন



বিমানবন্দর থেকে ব্রাহ্মণবাড়িয়ার সৌদি প্রবাসী নিখোঁজ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মুহাইমিনুল ইসলাম (২৯) নামে এক সৌদি আরব প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন।


(১৯ ডিসেম্বর) থেকে ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার।


নিখোঁজ প্রবাসী মুহাইমিনুল ইসলাম সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের টাঙ্গার পাড়া এলাকার আকরাম খান ছেলে। তার স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।


নিখোঁজ মুহাইমিনুল ইসলামের পিতা আকরাম খান বলেন,আমার ছেলে বাংলাদেশ একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির উদ্দেশ্যে আসার কথা ছিল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি জানান, আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। আমার পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে।


এ ঘটনায় (২২ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। (জিডি নং :১৩০৫) কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।


এদিকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয় যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান তাহলে পরিবারের সাথে যেন দয়া করে যোগাযোগ করেন। 

 

সম্পাদকীয় :

প্রকাশক ও সম্পাদক : মোঃ গোলাম মাওলা শাওন
মোবাইল : ০১৭১১-০০৬২১৪

অফিস :

প্রধান কার্যালয় : ৩১/১ শরীফ কমপ্লেক্স ৫ম তলা পুরানা পল্টন ঢাকা ১০০০

মোবাইল : ০১৯৯৯-৯৫৩৯৭০

ই-মেইল : [email protected],  [email protected]