ঢাকা , বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪ , ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

জামায়াতে ইসলামীর ইবি থানা কমিটি গঠন : রফিকুল ইসলাম আমীর, আব্বাস আলী সেক্রেটারি 


আপডেট সময় : ০২-১২-২০২৪ ১২:৫৭:৫৯ পূর্বাহ্ন
জামায়াতে ইসলামীর ইবি থানা কমিটি গঠন : রফিকুল ইসলাম আমীর, আব্বাস আলী সেক্রেটারি  জামায়াতে ইসলামীর ইবি থানা কমিটি গঠন : রফিকুল ইসলাম আমীর, আব্বাস আলী সেক্রেটারি 


রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সাংগঠনিক থানার ২০২৫-২০২৬ সনের জন্য কমিটি গঠিত হয়েছে। মো:রফিকুল ইসলামকে আমীর ও অধ্যাপক আব্বাস আলীকে সেক্রেটারি করা হয়েছে। 

এছাড়াও ইব্রাহিম খলিল সহ:সেক্রেটারি, মো:আশরাফুল সহ: সেক্রেটারি, মো:বিল্লাল হোসেন শ্রমিক কল্যাণ সেক্রেটারি, মো:আজমল হক সমাজ কল্যাণ সেক্রেটারি, মাও:রুহুল আমিন উলামা সেক্রেটারি, ফারুকুজ্জামান শূরা ও কর্মপরিষদ সদস্য, মো:আবুল হাশেম শূরা ও কর্মপরিষদ সদস্য, মো: হায়াত আলি শূরা ও কর্মপরিষদ সদস্য, মো: হায়দার আলী শূরা সদস্য, ডা:মো:উসমান আলী শূরা সদস্য, মো:বাবর আলী শূরা সদস্য, মো: আনোয়ার আলী শূরা সদস্য, মো: শামসুজ্জামান ফুল শূরা সদস্য ও মো:আলমগীর হোসেন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ