রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের সাংগঠনিক থানার ২০২৫-২০২৬ সনের জন্য কমিটি গঠিত হয়েছে। মো:রফিকুল ইসলামকে আমীর ও অধ্যাপক আব্বাস আলীকে সেক্রেটারি করা হয়েছে।
এছাড়াও ইব্রাহিম খলিল সহ:সেক্রেটারি, মো:আশরাফুল সহ: সেক্রেটারি, মো:বিল্লাল হোসেন শ্রমিক কল্যাণ সেক্রেটারি, মো:আজমল হক সমাজ কল্যাণ সেক্রেটারি, মাও:রুহুল আমিন উলামা সেক্রেটারি, ফারুকুজ্জামান শূরা ও কর্মপরিষদ সদস্য, মো:আবুল হাশেম শূরা ও কর্মপরিষদ সদস্য, মো: হায়াত আলি শূরা ও কর্মপরিষদ সদস্য, মো: হায়দার আলী শূরা সদস্য, ডা:মো:উসমান আলী শূরা সদস্য, মো:বাবর আলী শূরা সদস্য, মো: আনোয়ার আলী শূরা সদস্য, মো: শামসুজ্জামান ফুল শূরা সদস্য ও মো:আলমগীর হোসেন শূরা সদস্য নির্বাচিত হয়েছেন।