ঢাকা , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।


আপডেট সময় : ২০২৪-১১-১৯ ২৩:৫৭:১৮
অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।


নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালানসহ ০৪ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩।

'বাংলাদেশ আমার অহংকার' এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭/১১/২০২৪ তারিখে আনুমানিক সন্ধ্যা ১৯.৩০ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন চার মাইল পূর্ব রামনগর গ্রামস্থ এম এইচ ব্রিক্স ইটভাটা অফিসের সামনে কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে দুইটি প্রাইভেট কার তল্লাশী করে ৬০ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজার একটি বড় চালান সহ ঘটনার সহিত জড়িত ধৃত আসামী ১। আবু বক্কর সিদ্দীক (৩৫), পিতাঃ মৃত শাহজাহান, সাং- গোলাপবাগ, থানা- কোতয়ালী, জেলা- দিনাজপুর, ২। আবুল কাশেম (৫৪), পিতা- মৃত সুলতান আহমেদ, সাং- বসন্তপুর, থানা- চৌদ্দগ্রাম, ৩। জাকির হোসেন (৩২), পিতা- ইসমাইল, সাং- মজলিশপুর প্রতাপপুর, (পশ্চিম জুরকারন ইউপি) থানা- কোতয়ালী (দক্ষিণ) উভয় জেলা কুমিল্লা, ৪। মোঃ আরমান হোসেন (৩৬), পিতা- মৃত আব্দুল হাশেম, সাং- শিবপুর, থানা- নবীনগর, জেলা- ব্রাহ্মনবাড়ীয়াদেরকে ঘটনাস্থল হতে গ্রেফতার করে এবং আসামীদের ব্যবহৃত দুইটি প্রাইভেট কার জব্দ করে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ