ঢাকা , সোমবার, ২৮ জুলাই ২০২৫ , ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হেনস্তার অভিযোগ


আপডেট সময় : ২০২৫-০৭-২৭ ২৩:৩৯:১২
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হেনস্তার অভিযোগ কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে হেনস্তার অভিযোগ


ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে হেনস্তার অভিযোগ উঠেছে। ঘটনাটি উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গিপাড়া এলাকার।


অভিযোগ সূত্রে জানা যায়, পুরুড়া নারাঙ্গিপাড়া এলাকার মৃত জালাল উদ্দিনের মেয়ে সুমাইয়া আক্তার (২০) কে দীর্ঘদিন যাবৎ রাস্তাঘাটে কুপ্রস্তাব দিয়ে আসছিলো একই এলাকার মফিজ খানের ছেলে মেহেদী হাসান সাগর (২৮)। পরবর্তীতে সুমাইয়া আক্তার পারিবারিক ভাবে মহসিনের সাথে বিবাহ দিলে তারা ঘর সংসার করে আসছিলো। কিন্তু কিছুদিন আগে অভিযোক্ত মেহেদী হাসান সাগর সুমাইয়ার স্বামী মহসিনকে মারপিট করে।


পরে সুমাইয়া এ ঘটনায়, বিচার প্রার্থী হলে ১৯ জুলাই সন্ধার পর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের অফিসে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ এর উপস্থিতিতে একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে মেহেদী হাসান সাগর নেতৃবৃন্দের সামনেই সালিশ অমান্য করে সুমাইয়াকে মারপিট করে এবং তার হাতে থাকা মোবাইল ফোন কাড়িয়া নেয়। পরে সুমাইয়া প্রতিবাদ করিলে মেহেদী হাসান সাগর তাকে সুযোগমত পাইলে মারপিট সহ খুন জখমের হুমকি দিয়ে চলে যায়।   


এ ঘটনায় ওই সুমাইয়া আক্তার বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।




 

নিউজটি আপডেট করেছেন : Banglar Alo News Admin

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ